সিলেট বাংলানিউজ২৪. কমঃ সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য শাহ আলম ও মহানগর ছাত্রদল নেতা লায়েক আহমদ-কে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ ও নিঃশর্ত মুক্তির দাবীতে বিবৃতি প্রদান করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
৭ সেপ্টেম্বর সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদ্বীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার
হোসেন নাদিম এই বিবৃতি দেন।
বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য শাহ আলম একজন কভিড-১৯ পজেটিভ। শাহ আলম ২৭ আগস্ট করোনা ভাইরাস টেস্ট করার পর গত ৩০ আগস্ট তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সরকারের নির্দেশনা অনুযায়ী একজন করোনা পজেটিভ রোগীকে কমপক্ষে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা।
কিন্তু মহামান্য আদালত তাকে কোরাইন্টাইনে না দিয়ে জেলহাজতে প্রেরণ করেন। যা একটি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক ঘটনা। আমরা ছাত্রদল নেতা করোনা ভাইরাস পজেটিভ শাহ আলম ও ছাত্রদল নেতা লায়েক আহমদের নিঃশর্ত মুক্তির দাবী করছি।
Leave a Reply