সিলেট বাংলা নিউজ২৪.কমঃ সিলেট নগরীর বালুচরে শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লাহিন চৌধুরীর উপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় কিছু সন্ত্রাসী । দেশীয় অস্ত্র-শস্ত্রের আঘাতে লাহিন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর ১টায় বালুচরের নয়াবাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার দুপুরে নয়াবাজারে বাজার করতে যান শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহায়ক লাহিন চৌধুরী। এসময় উৎপেতে থাকা কিছু সন্ত্রাসী দা, ছুরি, রড, লাঠি ও ভোতা অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় পুরো শরীর রক্তাক্ত জখম হয়। লাহিনের মাথায় গুরুতর ও গভীরতর আঘাত হলে তিনি মাঠিতে অজ্ঞান হয়ে পড়ে যান। এসময় লাহিনের সাথে থাকা খছরু এগিয়ে আসলে তার উপরও হামলা চালিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা । দা’ এর কুপে খছরুর হাতের আঙ্গুল কেটে যায়, পেটের বাম পাশে মারাত্মক ছুরির কুপ রয়েছে। রক্তাক্ত হামলায় লাহিন ও খছরু মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাদের মৃত ভেবে পালিয়ে যায়। তখন আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসাধীন আছে।
ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, লাহিনের শরীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি জীবন-মত্যুর সন্ধিক্ষণে আছেন।
এ ব্যাপার লাহিনের ভাই শাহীন চৌধুরী জানিয়েছেন, লাহিনের উপর হামলাকারীরা সাবেক ছাত্রলীগ নেতা হিরন মাহমুদ নিপুর অনুসারী। নিপুর নির্দেশেই লাহিনের উপর হামলা চালানো হয়। নিপুর নেতৃত্বে বালুচরে নানা ধরণের অনৈতিক ও অসামাজিক কাজে সব সময় বাঁধা দিতেন লাহিন। যার ফলে নিপুর পথের কাঁটা হয়ে দাঁড়ান লাহিন। এ ক্রোধেই তার উপর হামলা চালানো হয়। নিপুর অনুসারী হামলাকারীরা হলেন, ওবায়দুর, সবুজ, মামুন, সজিব, নাইম, কাওছার সহ ২০/২৫ জন।
হামলার ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। যারা হামলার ঘটনায় জড়িত তাদের নাম এজাহার দেওয়া হচ্ছে বলে জানান শাহীন চৌধুরী।
এদিকে- স্বেচ্ছাসেবক দল নেতা লাহিন চৌধুরীর উপর হামলার ঘটনায় তীব্র নিদা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেছাসেবকদলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ সহ নেতৃবৃন্দরা। তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
Leave a Reply