নিউজ ডেস্কঃ সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। কিন্তু এর শিক্ষাকে আকঁড়ে ধরে বছরের বাকী ১১ মাস চলার শপথ নিতে হবে। ইসলামের খেদমতে ও ইসলামী অনুশাসন মেনে চলতে উদ্ধুদ্ধ করতে উলামায়ে কেরামগণ অগ্রণী ভুমিকা পালন করে আসছেন। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ও জাতির নেতৃত্বে উলামায়ে কেরামদেরকে আরো বেশী বেশী এগিয়ে আসা উচিত। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।
তিনি সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উলামা বিভাগ আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে উলামায়ে কেরামদের মাঝে হাদিয়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উলামা বিভাগের আমীর ড. মাওলানা এএইচএম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, মহানগর উলামা বিভাগের সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা জয়নাল আবেদীন, হাফিজ আব্দুল আহাদ, মাওলানা মঈনুল ইসলাম ও মাওলানা শামীম সিদ্দিকী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, মাহে রমজানের শিক্ষা হলো বৈষম্যহীন সমাজ বিনির্মাণ। এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের আনন্দে সবাইকে শামিল করতে হবে। একজনের পাশে আরেকজনকে দাঁড়াতে হবে। আমাদের অনেক ভাই আছেন অভাবে রয়েছে, কিন্তু কারো কাছে বলতে পারেন না। বিবেকের তাড়নায় এসব ভাইদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
Leave a Reply