নিউজ ডেস্কঃ ২৬শে মার্চ ভোর রাতে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ)/মোঃ আলী খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের পাশের রাস্তা সংলগ্ম একটি দোকান ( পুরাতন ইলেক্ট্রনিক্স মালামাল রাখা) ঘরে অবস্থান করাকালে আসামী নাঈম(২৯), পিতা-সিকন্দর আলী, সাং-আখালিয়া(পুর্বাশা,জি ব্লক-৩১,ধানু কাটারপাড়), থানা-কোতোয়ালী, জেলা-সিলেট‘কে গ্রেফতার করে। উক্ত আসামীর বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনায় একাধিক মাদক, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই মামলা পাওয়া যায়। ধৃত আসামী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিলেট মহানগর এলাকার ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
Leave a Reply