নিউজ ডেস্কঃ ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের সেক্রেটারী জেনারেল হযরত মাওলানা হাফিয ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, প্রতিযোগিতা শিক্ষার্থীর মেধাকে শাণিত করে, শিখতে আরো আগ্রহী করে। তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজনের জন্য। হযরত ফুলতলী (র.) কুরআনের এ খিদমাতকে তাঁর শাগরিদদের কাছে আমানত হিসেবে রেখে গেছেন। কুরআনের খিদমাতে যাতে খেয়ানত না হয় সতর্ক থাকতে হবে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হযরত শাহপরাণ (রহ.) থানা শাখার উদ্যোগে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট শাহপরাণ থানাধীন সকল শাখা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে ২১ রামাদ্বান, শনিবার ২২ মার্চ ২০২৫, ৬ষ্ঠ ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি উপরোক্ত কথাগুলি বলেন
প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, খালিসভাবে দ্বীনের খিদমাত করলে একজন থেকে হাজার হাজার শাখা গড়ে উঠে তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছেন আল্লামা ফুলতলী (র.)। প্রাতিষ্ঠানিক ভাবে দারুল কিরাত শুরু হয়েছিল ফুলতলীতে কিন্তু আজ তা দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্থে ছড়িয়ে পড়েছে। আমরাও যদি ইখালাসের সাথে খিদমাত করতে পারি, তাহলে কোনো অপশক্তি এর বিস্তার ঠেকাতে পারবে না।
শাখা সভাপতি মাহবুব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সারওয়ার আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসাইন আহমদ, আল ইসলাহ আরব আমিরাত সাধারণ সম্পাদক কারী নিজামুল ইসলাম, তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা প্রচার সম্পাদক মো. আমিনুল এহসান জাবির।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদশ নিকাহ রেজিস্ট্রার সমিতির যুগ্ম-মহাসচিব কাজী জয়নুল ইসলাম মুনিম, আব্দুস সালাম ফাউন্ডেশন এর পরিচালক আব্দুস সালাম রিকু, আনজুমানে আল ইসলাহ শাহপরাণ থানার সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মুয়াক্কির আহমদ সিদ্দিকি, রিয়াদুস সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ওলিউর রহমান শফিকী, আনজুমানে আল ইসলাহ ৩১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ডা. ময়না মিয়া, তালামীযে ইসলামিয়া শাহপরাণ থানার সাবেক সভাপতি মো. জুবেল আহমদ, বিশিষ্ট সমাজসেবক সজিব আলী।এতে আরও উপস্থিত ছিলেন শাহপরাণ থানার নেতৃবৃন্দ।
Leave a Reply