সিলেট বাংলানিউজ২৪. কমঃ ০৯ ই সেপ্টেম্বর বুধবার রাত অনুমান ০৯.৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) মোঃ আকবর হোসেন, এসআই(নিঃ) মোঃ আসলাম হোসেন, এএসআই/ গিয়াস উদ্দিন, কনস্টেবল/ অনল কুমার নাগ, কনস্টেবল/ রোমন গঞ্জু, কনস্টেবল/ বাপ্পী দাস, কনস্টেবল/ রতন চন্দ্র দেব-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন মদিনা মার্কেটস্থ নিকুঞ্জ আবাসিক এলাকায় প্রবেশের মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ আল আমিন শেখ (২৮), পিতা- মৃত ভুটু মিয়া, সাং- আটগাঁও (নয়াবাড়ি), থানা- শাল্লা, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- রাগিব আলী মেডিকেল কলেজের পাশে, মাজদালিকা রেষ্টুরেন্টের সামনে খান সাহেবের ভাড়াটিয়া বাসা, থানা- জালালাবাদ, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।
গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সিলেট শহরের বিভিন্ন স্থান হতে পাইকারী দরে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকাসহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply