রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

Notice :
Welcome To Our Website...
News Headline :
মীরবক্সটুলায় নার্সদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সিলেটের ইফতার মাহফিল সম্পন্ন তালুকদার বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে —-আব্দুল হাকিম চৌধুরী স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের দোয়া ও ইফতার মাহফিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ও চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার জগন্নাথপুর- শান্তিগঞ্জে ইফতার পার্টি নিয়ে বিএনপির কয়ছর বলয়ের এলাহী কান্ড ! ডেল্টা হসপিটালের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন উলামায়ে কেরামদেরকে জাতির নেতৃত্বে এগিয়ে আসা উচিৎ ———ড. নূরুল ইসলাম বাবুল


জগন্নাথপুর- শান্তিগঞ্জে ইফতার পার্টি নিয়ে বিএনপির কয়ছর বলয়ের এলাহী কান্ড !

জগন্নাথপুর- শান্তিগঞ্জে ইফতার পার্টি নিয়ে বিএনপির কয়ছর বলয়ের এলাহী কান্ড !

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙিয়ে ইফতার পার্টি নিয়ে চলছে ‘এলাহী কান্ড’। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক এম কয়ছর আহমেদ এর সৌজন্যে এই দুই উপজেলায় নানা আয়োজনে ঘটা করে ইফতার মাহফিল চলছে।এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, রমজানের মাঝামাঝি সময়ে এ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী কয়ছর এম আহমেদ দেশে এসে ইফতারের নামে নানা অনিয়ম করছেন। তার বলয়ের নেতাকর্মীরা দলীয় লোকসহ কতিপয় আওয়ামী লীগ নেতা ও সম্ভাব্য স্থানীয় জনপ্রতিনিধির নিকট থেকে বড় অংকের চাঁদা উত্তোলন করছেন। জগন্নাথপুরের কিছু সংখ্যক আওয়ামী লীগ নেতা বিশেষ সুবিধার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এই চাঁদার ভাগও দিচ্ছেন।  ইফতার পার্টি নিয়ে এ যেন চাঁদাবাজির অভিনব পন্থা।  এই নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানায়,  আগামী সংসদ নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছেন। চলতি রমজানের মাঝামাঝি সময়ে তিনি দেশে আসেন। তার সৌজন্যে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় জাকজমকভাবে  মাঠে প্যান্ডেল বেঁধে  ইফতারের আয়োজন হচ্ছে। প্রতিটি ইফতার মাহফিলে ১-২ টি গরু জবাই হচ্ছে। ব্যয় হচ্ছে আনুমানিক ১০ লক্ষ টাকা। এসব ইফতার মাহফিলে  সিলেট ও সুনামগঞ্জ থেকে কিছু সিনিয়র নেতা ভাড়া করে  আনছেন। এছাড়া নেতাকর্মীসহ শতশত লোকজন ও অংশ নিচ্ছেন । এমন আয়োজনের ভোজ থেকে বাদ যাচ্ছেনা ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরাও।
নির্ভযোগ্য সূত্র আরো জানায়, দুই উপজেলায় ইফতার মাহফিলের আয়োজনের বিপূল অর্থ  এক একটি ইউনিয়নের দায়িত্বশীল নেতাদের কাছে আগে ভাগে পৌঁছে দেওয়া হয়। স্থানীয় নির্বাচনে সম্ভাব্য সুবিধাবাদী প্রার্থী, আওয়ামী ঘরের কতিপয় লোক ছাড়াও কয়ছর এম আহমেদ এই বিপুল অর্থের যোগানদাতা।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি। স্বাধীনতার ৫৪ বছরের মধ্যে  জাতীয় নির্বাচনে এই ইউনিয়নে আওয়ামী লীগ বরাবরই বিজয় অর্জন করে। এমনকি স্থানীয় নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী পরিবারের লোক ছাড়া অন্য কোনো দলের লোক বিজয় অর্জন করতে পারেন নি। সম্প্রতি এ ইউনিয়নে কয়ছর এম আহমদের সৌজন্যে ঘটা করে ইফতার মাহফিলের আয়োজন হলে আওয়ামী লীগের দলীয় লোকেরাও অংশ নেয়। যুক্তরাজ্যের চিহ্নিত আওয়ামী নেতা সিতাব খান এই  ইফতার মাহফিলে একটি গরুর যোগানদাতা। এছাড়া সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে অধিকাংশ জনসাধারণ ইসলামী দলগুলোর সাথে সম্পৃক্ত। এই ইউনিয়নে বিএনপির তেমন অবস্থান না থাকলেও আওয়ামী লীগের যথেষ্ট প্রভাব ছিল।
নির্ভরযোগ্য সূত্র জানায়, এমপি হওয়ার আগেও কয়ছর এম আহমেদ নিজের বলয়ের লোক দিয়ে জগন্নাথপুর- শান্তিগঞ্জে ইউপি  চেয়ারম্যান সিলেক্ট করে নেন। তার ব্যক্তিগত মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৩ লক্ষ টাকা ও ওয়ার্ড সদস্যের কাছ থেকে ২ লক্ষ টাকা নিচ্ছেন। এসব টাকা ইফতার মাহফিলের খরচে ব্যয় হচ্ছে। আগামী ইউপি নির্বাচনে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফরুক আহমেদ এর কাছ থেকে নগদ ২ লাখ টাকার বদৌলতে গরু নেন। জগন্নাথপুরে কয়ছর এম আহমদের নিজ বলয়ের সন্ত্রাসী বাহিনী রয়েছে। অতীতে জগন্নাথপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর মধ্যে বেপরোয়া আচরণ না থাকলেও বর্তমানে তা লক্ষ্যনীয়। এই সন্ত্রাসী চক্র চাঁদাবাজিতে ব্যাপক তৎপর। সম্প্রতি এই চক্র জগন্নাথপুর উপজেলার বেশকয়েকটি হাওররক্ষা বাঁধ নিজেদের ভাগে নেয়।
প্রসঙ্গত রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়ছর এম আহমেদ দেশে এসে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি  ইউনিয়নে ঘটা করে কর্মীসভার আয়োজন করেন। এসব কর্মীসভায় মাঠে প্যান্ডেল বেঁধে বিপূল অর্থ ব্যয় করা হয়।  কর্মীসভা গুলোতে গরু জবাই করে  তার বলয়ের নেতা- কর্মীদের ভোজের আয়োজন করা হয়। এছাড়া নিয়ম বহির্ভুতভাবে জগন্নাথপুর-শান্তিগঞ্জের বিভিন্ন স্থানে  তার ছবি  ফেস্টুন টানানো হয়। এমনকি তার  বলয়ের নেতাকর্মীরা মোটর সাইকেল শো ডাউন করে লোকজনকে আতংকিত করেন। এসব কারণে  ইতোমধ্যে কেন্দ্র থেকে তাকে শোকজ ও করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © sylhetbanglanews24.com
Design BY Web Home BD
sylhetbanglanews24