সিলেট বাংলানিউজ২৪.কমঃ সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়িতে সীতারাম সার্বজনীন পূজা কমিটি গঠন করা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার রাত আট ঘটিকার সময় শিববাড়ির কৃষাণপুরে রাধা মাধব জিউর মন্দির প্রাঙ্গণে এক সাধারন সভা অনুষ্টিত হয়েছে। সভায় বাবু শ্রী কৃষ্ণ ঘোষ এর সভাপতিত্বে ও তরুণ সংগঠক উজ্জ্বল রঞ্জন চন্দ এর পরিচালনায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে সুরঞ্জিত সেন পাল, সাধারণ সম্পাদক হিসেবে উজ্জ্বল রঞ্জন চন্দ ও অর্থ সম্পাদক মিঠন ঘোষ কে ২০২০ সালে সীতারাম সার্বজনীন পূজা কমিটি পরিচালনার জন্য নির্বাচিত করা হয় ।
এ সময় আর ও উপস্থিত ছিলেন শ্রীধাম পাল,এড. কানাইলাল পুরকায়স্থ, বিকাশ ঘোষ, সুজিত ঘোষ, তাপস ঘোষ, জয় ঘোষ, গোপাল পাল, নেপাল কর্মকার, দিলীপ কর্মকার , সীমান্ত কর্মকার, জয়ন্ত কুমার ঘোষ , অনিক ঘোষ , বাবুল ঘোষ,জীবন ঘোষ, রাহুল চন্দ , নান্টু কুমার ঘোষ, নয়ন পাল, ঝুটন ঘোষ , হরিমন পাল, ঘোষ্ট পাল, নিবারন চন্দ সহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Leave a Reply