নিউজ ডেস্কঃ সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় সিগারেটের ধোঁয়া ছোড়া নিয়ে ওসমানী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জাহিদুল ইসলাম, নর্থইষ্ট নার্সিং কলেজের শিক্ষক দিলোয়ার হোসেন, ছাতক সমিতির প্রবাসী কল্যাণ সম্পাদক ও সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শহীদুল ইসলাম নোমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সিলেট নার্সিং এসোসিয়েশন, ছাতক সমিতি সিলেট ও সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বাদ জুমুয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাতক সমিতি সিলেট এর সভাপতি এডভোকেট আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান, সিলেট ইয়াং স্টারের সাধারণ সম্পাদক আহসান হাবিব ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ছাতক সমিতি সিলেটের সিনিয়র সহ-সভাপতি এটিএম তারেক, মহানগর যুবদলের ১ম যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, ছাতক সমিতি সিলেটের সহ-সভাপতি শফিক মিয়া, এডভোকেট ছায়াদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, এসএম আমজাদ, রাহেল আহমদ, এড. মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান সাদ্দাম, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম সেপুল, অর্থ সম্পাদক আজাদ মিয়া, প্রচার সম্পাদক এসএম জিতু মুন্না, সহ-প্রচার সম্পাদক শেপার আহমদ, আজীবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী রশিদ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমাম হাসান, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সৈয়দ রাহিম আলী রাসু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম আজহার আলী অনিক, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি পাল, মহানগর যুবদলের সাহিত্য ও গবেষনা সম্পাদক লায়েক আহমদ, নর্থ নার্সিং কলেজের শিক্ষার্থী রবিন আহমদ, মুসফিক চৌধুরী, হ্নদয় আহমদ, সুফিয়ান, রাহুল দাশ সহ সিলেটের ১২টি নাসিং কলেজের শিক্ষার্থী।
মানবন্ধনে বক্তারা বলেন, গত ২৪ মার্চ রাতে সিলেট নগরীর মীরবক্সটুলায় এলাকায় অন্যায়ভাবে নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা। নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলাকারী কিশোর গ্যাংয়ের সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। অন্যথায় সিলেট নার্সিং এসোসিয়শনের ১২টি নার্সিং কলেজের শিক্ষার্থী ও নার্সরা কর্মবিরতি পালনের হুশিয়ারী দেন।
Leave a Reply