নিউজ ডেস্কঃ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) আঞ্চলিক জেলা শাখা সিলেটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরীর বারুতখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সিলেট শাখার সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও মো. আলমগীর আলমের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট শাখার প্রধান উপদেষ্টা ও সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক অধ্যাপক ডা. শামিমুর রহমান, উপদেষ্টা ও শাবিপ্রবির অধ্যাপক ড. মোজাম্মেল হক, সিওমেক এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সদস্য সচিব অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী, মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) কেন্দ্রীয় সভাপতি এ কে এম মুসা লিটন, বিএমটিএ কেন্দ্রীয় সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি খাজা মাইনুদ্দিন মঞ্জু, শাবিপ্রবির অধ্যাপক মুখলেছুর রহমান, সিওমেক ড্যাবের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ নাফি মাহদী, তিব্বিয়া কলেজের অধ্যক্ষ ডা. মো. মইনুল ইসলাম চৌধুরী (নান্না), জেলা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা. আহমেদ নাফি, টাঙ্গাইল জেলা সমিতির সিলেটের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভূইয়া, সিওমেক ড্যাবের ডা. মো. শুয়াইব আহমদ শোয়েব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাবিপ্রবির প্রোগ্রামার এসএম আমিন আল মুরাদ, বেলাল আহমদ, রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তুলছে। সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত এই খাতের উন্নয়নে আরো বেশি নজর দেওয়া। তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্টরা স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান চালিকা শক্তি। রোগ নির্ণয় থেকে চিকিৎসার প্রতিটি ধাপে তাদের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের স্বীকৃতি এবং উন্নয়ন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এই সংগঠন দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার ও পেশাগত উন্নয়নের জন্য কাজ করছে। আমরা চাই, এর সদস্যরা আরও প্রশিক্ষিত হোক, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুক এবং স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করুক।
Leave a Reply