নিউজ ডেস্কঃ মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা, কমিটি গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত শনিবার (১৫ মার্চ) বিকেলে সমিতির কার্যালয়ে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির প্রধান আহবায়ক আলা মিয়ার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সিইও বনমালী ভৌমিক। বক্তব্য রাখেন মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী শফিক বখত, শফিকুর রহমান, আব্দুল আহাদ, আখলাকুর রহমান শাহেদ, মো. হারিছ আলী প্রমুখ।
এছাড়াও সাধারণ সভা, ইফতার মাহফিল ও শপথ গ্রহণ অনুষ্ঠানে মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নবগঠিত ২০২৫-২৬ সেশনের দায়িত্বশীলগণ হচ্ছেন- সভাপতি মোহাম্মদ আলী আকিক, সহ-সভাপতি কফিল আহমদ ও ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, রেদওয়ান আহমদ চৌধুরী ও রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, কোষাধ্যক্ষ মো. রিয়াদ আহমদ, দপ্তর সম্পাদক চিরঞ্জিত পাল, সাংস্কৃতিক সম্পাদক পারভেজ আহমদ সানী, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, সদস্য শেখ মো. জুনেদ আহমেদ, তাজুল ইসলাম, আজাদ মিয়া, কাজী দিলাল আহমদ, ছালিক আহমদ, নজরুল ইসলাম, সুমন সরকার, লিটন আহমেদ, আহমেদ সাব্বির, ফয়ছল আহমদ, সাদেক আহমদ, জাকির আহমেদ ও খালেদ আহমদ।
সাধারণ সভায় বক্তারা নবগঠিত কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে কাজ করার পাশাপাশি মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যক্রম আরো গতিশীল হবে হবে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply