সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

Notice :
Welcome To Our Website...
News Headline :
মীরবক্সটুলায় নার্সদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা সিলেটের ইফতার মাহফিল সম্পন্ন তালুকদার বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে —-আব্দুল হাকিম চৌধুরী স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের দোয়া ও ইফতার মাহফিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ও চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার জগন্নাথপুর- শান্তিগঞ্জে ইফতার পার্টি নিয়ে বিএনপির কয়ছর বলয়ের এলাহী কান্ড ! ডেল্টা হসপিটালের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন উলামায়ে কেরামদেরকে জাতির নেতৃত্বে এগিয়ে আসা উচিৎ ———ড. নূরুল ইসলাম বাবুল


স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে —–অতিরিক্ত মহাপরিচালক ফিদা মাহমুদ

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে —–অতিরিক্ত মহাপরিচালক ফিদা মাহমুদ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি বলেছেন, আনসার বাহিনী দেশ, মাটি ও মানুষকে ভালোবেসে সকল ভয়কে জয় করে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। আগামীতে বিভিন্ন নির্বাচনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এই বাহিনী নিজেদের উৎসর্গ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবোত্তর জরুরি পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে। তিনি আরোও বলেন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রায় ৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবশক্তিতে রূপান্তরিত করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দেশে ও বিদেশে দক্ষ মানব সম্পদ হিসেবে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি করতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে ভিডিপি সদস্যদের কাছে সহজলভ্য করতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের জন্য কাঠামোগত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তিনি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার আব্দুল জব্বারসহ সকল বীর ভাষা শহিদদের ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী আনসার বাহিনীর ৬৭০ জন বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহিদদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শাহাদাৎ বরণকারী সফল বীর শহিদদের স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ সমাবেশের আয়োজন করা হয়। সকাল ১১টায় কেক কেটে এবং বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জ, সিলেট এর উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগীয় কার্যালয় সিলেটের অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন, পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাসেলুর রহমান।

আনসার ও ভিডিপি সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ এর সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থাপনায় আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জ, সিলেট এর পরিচালক সঞ্জয় চৌধুরী পিভিএম, হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট হোসন আরা হাসি, মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো: শাহ নেওয়াজ হোসেন সহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা, ইমতিয়াজ রহমান ইনু পিএএমএস সহ বিভিন্ন পদবীর আনসার ও ভিডিপি দলনেতা ও দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার ও আনসার সদস্যগণ।

অনুষ্ঠানে দৃষ্টান্তমূলক কাজে স্বীকৃতিস্বরুপ ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল, সেলাই মেশিন, ছাতাসহ অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © sylhetbanglanews24.com
Design BY Web Home BD
sylhetbanglanews24