নিউজ ডেস্কঃ সিলেট অঞ্চলের নৃ-তাত্তিক জনগোষ্ঠীর সামাজিক, অথনৈতিক ও সংস্কৃতি অধিকার বিষয়ে সক্ষমতা বৃদ্ধির জন্য ‘অধিকার ও নেতৃত্ব’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ ( পাসকপ)-এর আয়োজনে ও মিজোরিও/কেজেটই-এর সহযোগিতায় দুইদনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার খুশনূর রুবাইয়েত।
খুশনূর রুবাইয়েত বলেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। এটি অর্জন করা সম্ভব সৎ শিক্ষা ও জ্ঞান লাভের মাধ্যমে। সমাজের ন্যায়, সাম্য প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এ জন্য প্রয়োজন সক্ষমতা অর্জন। আর সক্ষমতা অর্জনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ ( পাসকপ)-এর প্রধান নির্বাহী গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর লাবণী স্বার্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি অংশগ্রহনকারীদের মধ্যে সনদ ও প্রশিক্ষণ সামগ্রী তুলে দেন।
উক্ত প্রশিক্ষণে ফেসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন পাসকপ-এর প্রধান নির্বাহী গৌরাঙ্গ পাত্র, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ,কো-অর্ডিনেটর লাবণী স্বার্তী, প্রোগ্রাম ফেসিলিটেটর বিদুর পাত্র। উল্লেখ্য, সিলেট অঞ্চলের নৃ-তাত্তিক জনগোষ্ঠীর ২৫ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
Leave a Reply