নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী আর্ত মানবতার সেবা ও ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করা দাতব্য সংগঠন ইস্টহ্যান্ডস চ্যারিটি বাংলাদেশে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে একটি মাল্টিপারপাস সেন্টার তৈরি করতে চায়। এ লক্ষে ইতিমধ্যেই তাদের প্রজেক্টের যাত্রাও শুরু করেছে।
সোমবার (১৭ ফেব্রম্নয়ারি) সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমন তথ্য জানানো হয়। মতবিনিময় সভায় নিজেদের এ স্বপ্নের বিশদ বিবরণ জানানোর পাশাপাশি চ্যারিটির এক বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ইস্টহ্যান্ডসের চেয়ারম্যান ও ট্রাস্টি নবাব উদ্দিন।
মতবিনিময় সভায় জানানো হয়, যে মাল্টিপারপাস সেন্টারটি তৈরি হবে সেখানে ভিন্নভাবে সক্ষম শিশু, কিশোররা জীবনের নতুন স্বাদ পাবে। গত ৪ বছরে এই প্রজেক্টের জন্য কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলেও জানানো হয় মতবিনিময়সভায়। এই প্রজেক্টে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়শীল মানুষের সহায়তা প্রত্যাশা করা হয়। প্রজেক্টটি বাস্তবায়নের জন্য সিলেট শহর বা আশেপাশে ভালো লোকেশনে কেউ ভূমি দান করতে চাইলে তা সাদরে গ্রহণ করা হবে বলেও মতবিনিময়সভায় জানানো হয়।
মতবিনিময়সভায় দেওয়া বক্তব্যে ইস্টহ্যান্ডস চ্যারিটির এক বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন নবাব উদ্দিন। তিনি জানান, গত এক বছরে যুক্তরাজ্যের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টের অংশ হিসেবে জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) নর্থ ইংল্যান্ডের অর্থায়নে কস্ট অব লিভিংয়ে আক্রান্ত মানুষদের জন্য নিয়মিত সার্জারি চালু করে প্রায় ১শ পরিবারকে নানা পরামর্শ দেয়া হয়েছে, ন্যাশনাল লটারির কমিউনিটির অর্থায়নে নিউহ্যাম ও টাওয়ার হ্যামলেটসের ৩০ পরিবারের মধ্যে সবজি বাগান করার জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে । এছাড়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহায়তায় কার্বন নিঃসরণ প্রজেক্টে অন্তত ৩০০ মানুষের মধ্যে দৈনন্দিন জীবনে কার্বনের ব্যবহার কমানোর উপায় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রেটার লন্ডন অথরিটির অর্থায়নে ২ বছর মেয়াদী ৯ থেকে ১৯ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য প্রতি সপ্তাহে ব্যাডমিন্টন, ফুটবল প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। এছাড়াও একই বয়সী শিশু-কিশোরদের জন্য সাইট সিয়িং প্রজেক্টও করা হয়। স্পোর্টস ইংল্যান্ডের অর্থায়নে তরম্নণী ও বয়স্ক নারীদের ব্যাডমিন্টন প্রশিক্ষণ চলছে প্রতি সপ্তাহে।
এই সময়ে বাংলাদেশে সংগঠনটির উদ্যোগে গরীব ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য সহায়তা ছাড়াও নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন এবং বৃদ্ধ ও চলতে অক্ষম এমন মানুষদের জন্য হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। একই সাথে নির্মিতব্য মৌলভীবাজারের শমসেরনগর হাসপাতালে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সিলেট ও বরিশালে দৃষ্টি-বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করা হয়েছে। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষ্যে খেটে খাওয়া মানুষদের কাছে খাদ্য সহায়তা ও উপহার পৌঁছানো হয়েছে।
২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে এ দাতব্য সংগঠন শুধু বাংলাদেশ বা ব্রিটেনেই তাদের সহায়তা সীমাবদ্ধ রাখেনি। পৃথিবীর যে প্রান্তেই মানবতা বিপন্ন হয়েছে সেখানেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এ চ্যারিটি সংগঠন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালে যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে শরণার্থীদের প্রায় ৩ মাস খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়া তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে হিউম্যান আপিলের সাথে সহযোগী হিসেবে সহায়তা পৌঁছে দিয়েছে। চলমান ফিলিস্তিন সংকটেও অসহায় মানুষের কাছে ইস্টহ্যান্ডস চ্যারিটি খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে। ইস্টহ্যান্ডসের উদ্যোগে আফ্রিকার খরাপীড়িত দেশ সোমালিল্যান্ডে নিরাপদ পানি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বব্যাপী আর্ত মানবতার সেবা ও ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করা ইস্টহ্যান্ডস চ্যারিটি ইতোমধ্যেই ব্রিটেনে মূলধারার একটি চ্যারিটি সংগঠন হিসেবে নিজের অবদান মজবুত করেছে। নিজেদের কর্মকা- দিয়ে সংগঠনটি আলাদাভাবে নজর কেড়েছে। সংবাদ সম্মেলনে তথ্য দেওয়া হয়, ইস্টহ্যান্ডস চ্যারিটি একমাত্র ব্রিটিশ বাংলাদেশি চ্যারিটি যারা ব্রিটেনের কেন্দ্রীয় ও স্থানীয় সরকার, জাতীয় স্বাস্থ্য সেবাসহ ব্রিটেনের নামকরা ও বৃহত্তম সংস্থার ফান্ডিং নিয়ে কাজ করছে। নিজেদের কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে এ বছর ইস্টহ্যান্ডস চ্যারিটি সেক্টরে অবদান রাখার জন্য ব্রিটেনের ভলান্টিয়ার সেক্টরে সর্বোচ্চ স্বীকৃতি কিংস এওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রজেক্ট অ্যাম্বাসেডর পলি রহমান, চ্যারিটির ট্রাস্টি বাবলু হক এবং কো অর্ডিনেটর এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমদ।
Leave a Reply