নিউজ ডেস্কঃ ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ সিলেট বিভাগীয় দল শুরু থেকেই ভালো খেলা উপহার দিচ্ছে। শনিবার (১৮ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগীয় দলকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে যায় সিলেট দল। আগামী কাল রবিবার (১৯ জানুয়ারি) মিরপুর জাতীয় স্টেডিয়ামে ফাইনালে রংপুরের বিপক্ষে মাঠে নামবে সিলেট।
সিলেট দলকে বিজয়ী হওয়া আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ সিলেটের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সাবেক পরিচালক, ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ সিলেটের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
নেতৃবৃন্দ বিজয়ী সিলেট দলকে অভিনন্দন জানিয়ে রবিবার মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হয়ে দলকে উৎসাহ প্রদানের আহবান জানান।
Leave a Reply