সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

Notice :
Welcome To Our Website...
News Headline :
সিলেট জেলা ও মহানগর তরুন দলের কমিটি অনুমোদন শাহপরানে গরীব অসহায় রোগীদের ইনসান এইড’র বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত সিলেট স্টেশন ক্লাবের বার্ষিক নির্বাচনে মোসাহিদ আলী প্রেসিডেন্ট নির্বাচিত ১২’শ গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা!  হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে নস্যাত হতে দেয়া যাবে না : এডভোকেট এমরান আহমদ চৌধুরী নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে – হুমায়ুন কবির শাহীন অস্ত্রধারী সন্ত্রাসীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে : পুলিশ কমিশনার সিলেটে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৪ সম্পন্ন দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সঠিকভাবে ট্যাক্স ও ভ্যাট প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ       –   সৈয়দ জাকির হোসেন ২৭ ডিসেম্বর থেকে সিলেট শুরু হচ্ছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’


সিলেটি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে চাই : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেটি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে চাই : মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি দ্বি-বার্ষিক মহাসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে সকাল ১১টায় এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

বামছাসের প্রতিষ্ঠাকালীন কোষাধক্ষ্য শেরাম প্রমোদ সিংহ এর সভাপতিত্বে ও সত্যজিৎ সিংহ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এন এম এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান এল, নন্দলাল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল মতিন, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোজাহিদ আলী সুহেল, সিলেট নগরীর বালুচরের শ্রীশ্রী দূর্গাবাড়ির পরিচালক রাজেশ চক্রবর্তী, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সাইফুল করিম চৌধুরী হায়াত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গলের উপদেষ্টা হিরন্ময় সিংহ, বামছাসের সাবেক সহ-সভাপতি গোপাল শর্মা।
৪০ বছর পূর্তি ও দ্বি বার্ষিক সম্মেলনে সার্বিক সহযোগিতা করেন বামছাস এর প্রধান উপদেষ্টা অসেম সত্যজিত সিংহ।

মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, “মণিপুরী সম্প্রদায়ের স্বতন্ত্র ইতিহাস ঐতিহ্য রয়েছে। সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে সিলেটে সুখে শান্তিতে বসবাস করছে এবং আমরা সবাই মিলে পরিচয় সিলেটি। সিলেটী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে চাই মণিপুরী সমাজের মানুষ খুবই শান্তিপ্রিয়, তাঁদের সুখে দুঃখে সব সময় রয়েছি। মণিপুরী ছাত্র সমাজের জন্য সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি আলাদা হোস্টেল তৈরি করে দেওয়া হবে। মণিপুরী শিক্ষার্থীরা উন্নত বাংলাদেশ গড়তে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করি। সিলেট নগরীকে দেশের মধ্যে সেরা ও স্মার্ট নগরী গড়তে আপনাদের সবার সহযোগিতা চাই।”
সম্মেলনে ময়েংবম মুকেশ কে সভাপতি, সিদ্ধার্থ সিংহ কে সাধারণ সম্পাদক ও রওশন সিংহকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ২বছরের জন্য বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির কমিটি গঠন করা হয়।

দ্বি বার্ষিক সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির (বামছাস) এর  ৪০বছর পূর্তি উপলক্ষ্যেও বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ‘নুংশিবা খোঞ্জেল- ৪’ শিরোনামে ক ও খ দুইটি গ্রুপে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীরা হলেন- ক গ্রুপের  সুপ্রভা সিনহা, লাইস্রাম ইস্পিহা সিনহা, সানারিক সিনহা, খ গ্রুপের বীতিকা সিনহা, কংকাম ইচেল, সজল ক্যাতরিমাইয়াম। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছ থেকে সংগীত প্রতিযোগিতার পুরস্কার ও বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ গ্রহন করেন বিজয়ীরা। এ সময় মণিপুরী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার বঢক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © sylhetbanglanews24.com
Design BY Web Home BD
sylhetbanglanews24