সিলেট বাংলানিউজ২৪.কমঃ নিরপেক্ষ সরকারে অধীনে জাতীয় নির্বাচন ও আল্লামা মামুনুল হক সহ সকল আলেম উলামার মুক্তি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে (৪ আগস্ট) বিকেলে মানববন্ধন কর্মসূচী সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ¦ মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ। অন্যান্যদের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ডক্টর এম এ আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, মাওলানা আব্দুল আজিজ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, লন্ডন মহানগর শাখার সহ-সভাপতির হাফিজ শহীর উদ্দিন, মাওলানা মুহিউদ্দীন খান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, ইমাম হাফিজ মাওলানা মাছুম আহমদ, লন্ডন মহানগর শাখার সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান সিরাজ, মাওলানা হিফজুর রহমান, হাফিজ মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক ছাত্র নেতা মাওলানা মাছুম আহমদ, হাফিজ মাওলানা আহবাবুর রহমান, মাওলানা নাঈম আহমদ, আলহাজ্ব বদরুল হক, সাইফুল ইসলাম প্রমূখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধংস করে দিয়েছে। আওয়ামীলীগ সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কোন ভাবেই সম্ভব নয় তা ইতিমধ্যে একাধিকবার প্রমাণিত হয়েছে। দেশের মানুষ সুন্দর ও সুষ্ঠু ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। দেশের মানুষ নিজেদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে হবে।
বক্তারা আরো বলেন, সরকার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সাজানো মামলা দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হককে দীর্ঘ ২৮ মাস যাবত কারাবন্দী করে রেখেছে। আল্লামা মামুনুল হক দেশ ও ইসলামের পক্ষে আপোষহীন একজন জননেতা। সত্য ও ন্যায়ের পক্ষে তার আপোষহীন বজ্রকণ্ঠকে সরকার ভয় পায়। আল্লামা মামুনুল হকের আপোষহীন কন্ঠকে স্তব্ধ করে দিতে সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দী রেখেছে। দেশের জনগন ও ইসলাম প্রিয় জনতা আল্লামা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের দ্রæত মুক্তি চায়। আলেম উলামাদের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে।
Leave a Reply