সিলেট বাংলানিউজ২৪.কমঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেট ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র জনসাধারণের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) নগরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ারের সামনে অসহায় ও হতদরিদ্র জনসাধারণের মধ্যে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট ট্যুরিস্ট ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মওদুদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও ক্লাবের উপদেষ্টা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ সিলেট সাব-জোনের অফিসার ইনচার্জ আখতার হোসেন, অফিসার ইনচার্জ হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, কোষাধ্যক্ষ মোহাম্মদ এনামুল কবির, প্রচার সম্পাদক শেখ জাবেদ আহমদ, ক্রীড়া সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মোমিন প্রমুখ।
Leave a Reply