সিলেট বাংলানিউজ২৪.কমঃ দক্ষিণ সুরমার লালাবাজারের ফকিরের গাঁওয়ের আব্দুর রহিম শাহ-এর মাজার নিয়ে একটি কুচক্রি মহল অনলাইন মাধ্যমে মিথ্যা অপপ্রচার করছে। সম্প্রতি সিলেটের
বার্তা ২৪ ডটকম নামের অনলাইন পোর্টালে ‘সিলেটে মাজার দখল করতে মুক্তিযোদ্ধার ছাতার নিচে জামাত !’ শিরোনামে সম্পূর্ণ বানোয়াট খবর প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন মাজার কমিটি।
এক প্রতিবাদ লিপিতে মাজার কমিটির
সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারিছ আলী দাবি করেন, প্রকাশিত খবরটি উদ্দেশ্যমূলক ও মনগড়া। সামাজিকভাবে মাজারের সুনাম ক্ষুণ্ন করার হীন
চক্রান্তে এই খবরটি প্রকাশ করা হয়েছে।
প্রকৃতপক্ষে, এই সংবাদের নেপথ্যে কলকাঠি নাড়ছে এলাকার দাঙ্গাবাজ, র্যাবের হাতে গ্রেপ্তারকৃত প্রতারক আব্দুস শহিদ। মাজার পচিালনা কমিটির
কোনো গুরুত্বপূর্ণ পদে জায়গা না পেয়ে সে মাজারের নামে নানা কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। এমনকি মাজার পরিচালনা কমিটির লোকদের ওপর হামলার ঘটনা ঘটাচ্ছে।
এসব ঘটনায় তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা ( নং ৫১) দায়ের করা হয়েছে। প্রতিবাদে তিনি আরও দাবি করেন,‘ আব্দুস শহিদ এলাকার নিয়মিত গাঁজার আসর বসায়। সে মাজারের সদস্য হিসেবে মাজারে ভন্ডামী শুরু করে দিয়েছিল।
মাজারে আগত মহিলাদের গাছের পাতার কবিরাজি করে প্রতারণা শুরু করে দিয়েছিল মাজার কমিটির দৃষ্টির অগোচরে। মাজারের দানখয়রাতের টাকাও সে আত্মসাৎ করে আসছিল। ২০১২ সাল থেকে বর্তমানে তিনবারের কমিটি গঠিত হয়েছে এলাকার মাজার সংশ্লিষ্ট মুরুব্বিদের মতামত নিয়ে। এসব কমিটির কোনো পদে শহিদকে রাখা হয়নি। যে কারণে শহিদ ক্ষেপে গিয়ে মিথ্যা অপপ্রচার শুরু করে। এমনকি মাজারের লোকদের ওপর হামলাও করে। এই ঘটনায় মামলা হলে র্যাব শহিদকে
গ্রেপ্তার করে। বর্তমানে শহিদ নানা অপপ্রচার ও হয়রানিমূলক কাজে লিপ্ত রয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া
চলছে। তাই এলাকাবাসীর প্রতি বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন মাজার কমিটি।
Leave a Reply