নিউজ ডেস্কঃ সিলেট নগরীর ওসমানী মেডিকেল রোড এলাকা হকার ও যানজট মুক্ত রাখা সহ সার্বিক বিষয় নিয়ে পদ্মা ব্যবসায়ী সমিতি এবং কাজলশাহ, ভাতালিয়া, দক্ষিণ কাজলশাহ,পশ্চিম কাজলশাহ, মধুশহিদ, লালাদিঘিরপাড় সহ আশপাশের এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) রাতে ভাতালিয়া এলাকায় আব্দুল কাইয়ুম জালালী পংকি’র অফিসে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পদ্মা ব্যবসায়ী সমিতির সভাপতি ও ওসমানী মেডিকেল রোগী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি। সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ূম জালালী পংকি বলেন, মুরুব্বি, যুবসমাজ ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় ওসমানী মেডিকেল রোড এলাকা হকারমুক্ত করা হয়েছে। রোগী ও সাধারণ মানুষের কষ্ট লাঘবে ও যানজট নিরসনে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। আমরা এ এলাকায় কোন ধরনের অনৈতিক কার্যকলাপ সহ্য করবো না। তিনি দালালদের দৌরাত্ম, যানজট, চুরি, ছিনতাই ও রোগী হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহনের প্রতি আহবান জানান। সভায় ওসমানী মেডিকেল রোড এলাকাকে যানজট ও হকারমুক্ত রাখতে একটি তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
পদ্মা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম পান্না’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজী আব্দুল করিম, শামসুদ্দিন আহমদ, হাজী আলমগীর হোসেন, আনা মিয়া, আফসর হোসেন, রফিকুল ইসলাম ফেনু, আনোয়ার হোসেন আনাই, আশরাফ উদ্দিন, খসরুজ্জামান খসরু, মো. নুরুল ইসলাম, শেখ কবির আহমদ, মির্জা সাদ্দাম হোসেন, জামাল আহমদ, আফজল হোসেন, দিলীপ কর, মালেক আহমদ, অরুণ কর, আব্দুর রহিম মতছির, কিবরিয়া আহমদ, অপু দে, শাহরিয়ার জালালী কাইজার, শাহান আহমদ, আব্দুল মছব্বির, মাহবুবুর রহমান মবু, আব্দুল কাদির বছন, অসিত কর, মোহাম্মদ টিপু, মোহাম্মদ তারু, রামু কর, পরিমল বাবু, আব্দুল মান্নান প্রমুখ।
Leave a Reply