নিউজ ডেস্কঃ ক্লিন সিটি সামাজিক সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সদস্য সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পরিচ্ছন্ন শহর গড়ার আগে দরকার পরিচ্ছন্ন মন। যারা নিজেকে গড়তে পেরেছে, তারাই সমাজকে বদলাতে পারে।
বক্তারা বলেন, আমরা যখন রাস্তার পাশে ক্লিন সিটির সদস্যদের ঝাড়ু হাতে দেখি, তখন তারা শুধু ধুলা-ময়লা পরিষ্কার করছে না, তারা আমাদের মানসিকতাকেও পরিবর্তন করতে চায়। তাদের কাজ আমাদেরকে দায়িত্ববান নাগরিক হতে শেখায়। তারা মানুষের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সচেতনতা ছড়িয়ে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ক্লিন সিটি। আমরা চাই, এই সিলেট শহর হোক দেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন একটি শহর। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ক্লিন সিটির এই প্রচেষ্টা ও কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। শুক্রবার (২৩ মে) রাতে নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব কনফারেন্স হলে সিলেট ক্লিন সিটি সামাজিক সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লিন সিটি সিলেটের প্রতিষ্ঠাকালীন সভাপতি নাজিব আহমদ অপুর সভাপতিত্বে ও রুবেল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ একলিম আবেদীন। এসময় তিনি ক্লিন সিটির সকল কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও ক্লিন সিটির উপদেষ্টা ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাবেল, একাত্তর টিভি’র সিনিয়র রিপোর্টার আবদুল মুহিত দিদার, সিলেট ভয়েজ এর প্রকাশক ও ক্লিন সিটির উপদেষ্টা সেলিনা চৌধুরী, বিশিষ্ট নাট্যকার বেলাল আহমদ মুরাদ, সাহেদ মোশাররফ, আবিদুল ইসলাম রিমন, সিলেট ভয়েস এর সম্পাদক দ্বোহা চৌধুরী, বার্তা সম্পাদক জামিল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাংবাদিক লতিফুর রহমান উজ্জ্বল, সিলেট ক্লিন সিটির আহবায়ক হাফিজুর রহমান পাবেল, সদস্য সচিব জোবায়ের আহমদ, সদস্য নাসির উদ্দিন, সুয়েব নেওয়াজ, আব্দুল লতিফ, আবু তাহের, তারেক রহমান, উমর ফাহিম, সাদাত, ফাহিম আহমদ, রুবেল আহমদ, রবিউল, ইব্রাহিম, মারুফ, রাজিব আহমদ, নাশিদ আহমদ, সাবের আহমদ, সাদি আহমদ, মোহাম্মদ রুম্মান, রিফাতুল গনি, দ্বীপ মল্লিক, রেদোয়ান আহমদ, রাসেল মিয়া, আলী হোসেন, হাফিজুর রহমান, ইব্রাহিম আহমদ, আলামিন, মিতু, সাদিয়া, সুরাইয়া, সাদিয়া বেগম, মাহিমা, জেরিন, দিবা প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য ওলিউর রহমান নাঈম। অনুষ্ঠানের শেষে ক্লিন সিটির সদস্যদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Leave a Reply