নিউজ ডেস্কঃ ছোট্ট সোনামণিদের বিদ্যালয়ে তাদের উপস্থিতি নিয়মিত করতে এবং ঝরে পড়া ঠেকাতে শিশু শিক্ষার্থীদের জন্য তুলে দেওয়া হলো খেলনাসামগ্রী। বিদ্যালয়ে গিয়ে হঠাৎ খেলনা দেখে আনন্দিত বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৬ শিক্ষার্থী। প্রধান শিক্ষক জেসমিন সুলতানা বলেন,সমাজের সর্বশ্রেণি পরিবারের সন্তানেরা এ বিদ্যালয়ের শিক্ষার্থী।মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার সহায়ক উপকরণ হিসেবে কাজ করবে এই সব খেলনা সামগ্রী।
প্রাক-প্রাথমিক শ্রেণিতেই বেশি ঝরে পড়ার প্রবণতা থাকে। খেলনাসামগ্রী দেখে এই বিদ্যালয় ২৭৬ শিশুর মধ্যে অন্য রকম আনন্দ দেখা গেছে। এ রকম কর্মসূচির ধারাবাহিকতা থাকলে অবশ্যই ঝরে পড়া ঠেকানো সম্ভব।ছোট্ট সোনামণিদের মধ্যে খেলনা সামগ্রী উপহার দিলেন দিনার খান হাসু এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: মাসউদ খান (সভাপতি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ), আব্দুল রাজ্জাক (স্কুলের দাতা সদস্য) , জেসমিন সুলতানা (প্রধান শিক্ষক বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়),মো:মুছা খান (১৯ নং ওয়ার্ড বি এন পি),সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ( সম্পাদক ও প্রকাশক সিলেটের চাকরির খবর),তপু আহমদ, পাভেল আহমেদ,কবির দে,নাসরিন সুলতানা,ফাতেরা বুলবুল,বদরুন নাহার চৌধুরী, সম্পাদেব,ওয়াহিদা শহীদ আঁখি, অজন্তা দও,সিপন পাল(অভিভাবক সদস্য) প্রমুখ।
Leave a Reply