সিলেট বাংলানিউজ২৪.কমঃ লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির উদ্যোগের সিলেটের চিকনাগুলস্থ একটি মাদ্রাসায় বৃক্ষরোপন করা হয়েছে।
২৯ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলার জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম চিকনাগুল মাদরাসায় বৃক্ষরোপন করেন লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ ফলজ, ঔষধি সহ বিভিন্ন প্রজাতির
বৃক্ষরোপ করেন।
বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যশনাল জেলা-৩১৫বি-১ এর সাবেক ট্রেজারার ও সিলেট হলিসিটির সিনিয়র সদস্য সাজুওয়ান আহমদ, বর্তমান প্রেসিডেন্ট কাজী মুকিত সুমন, আইপিপি ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন লিটন আহমদ, অত্র মাদরাসার মুহতামিম মাওলানা মো. আব্দুল হালীম, হাফিজ সমির
উদ্দিন, মাওলানা মো. জয়নুল আমিন, আব্দুশ শুকুর আলী, আব্দুস সোবহান
প্রমুখ।
Leave a Reply