নিউজ ডেস্কঃ সিলেট জেলা জকিগঞ্জ উপজেলা ৯নং মানিকপুর ইউনিয়ন ছাত্রদল কতৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইছামতী ডিগ্রি কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।
এতে ফাইনাল খেলায় ইছামতী ডিগ্রি কলেজ ফুটবল একাদশ বনাম সীমান্তিক ইন্টারন্যাশনাল ফুটবল একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা ৩-০ ব্যবধানে চ্যাম্পিয়ন হয় ইছামতী ডিগ্রি কলেজ ফুটবল একাদশ আর রানার্সআপ সীমান্তিক ইন্টারন্যাশনাল ফুটবল একাদশ।
খেলা শেষে ইছামতি ডিগ্রি কলেজ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ট্রফি এবং সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুল ফুটবল একাদশ রানার্সআপ ট্রফি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৯নং মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান মিরাজ এবং সহসভাপতি কাজী সাদিক এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিনহাজ, এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা তানজিম, আদনান আহমদ, নাহিম আহমদ, মিনহাজ, আরিফ আহমদ এছাড়া ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply