সিলেট বাংলানিউজ২৪.কমঃ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের মোটরঘাট এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টম্বর) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ২ জনের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে বলে সংশ্লিষ্ট
সূত্রে জানা গেছে।
গুরুতর আহতরা হলেন- খাদিমনগর ইউনিয়নের চানপুর গ্রামের তোরাব আলীর ছেলে ইউসুফ আলী (৪৫), মৃত সিফাত উল্লাহর ছেলে আমির আলী (৪০), মৃত আব্দুল গফুর ছেলে আব্দুল বশির (৫৫), মৃত মো. আলীর ছেলে আমির আলী (৩৭)। এছাড়াও ওসমানী হাসপাতালে ভর্তি আছেন এক শিশুসহ আরও ৫ জন।
মঙ্গলবার (১ সেপ্টম্বর) সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বিমানবন্দর থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে
নিয়ে আসে।
জানা যায়, রাতারগুল জলাবনস্থ মোটরঘাটটি সম্প্রতি বনবিভাগের কাছ থেকে ইজারা নেন স্থানীয় মাঝিদের একটি অংশ। অপরদিকে নদীর খেয়াঘাটটি জেলা পরিষদের কাছ থেকে নতুন করে ইজারা নেন আরেক পক্ষ। খেয়াঘাট দিয়ে সাধারণ
মানুষের পারাপার ও মোটরঘাট দিয়ে পর্যটকদের নৌকা ভ্রমণের নির্দেশনা রয়েছে। তবে খেয়াঘাটের ইজারাদাররা পর্যটকদেরও নৌকা ভাড়া দেয়া নিয়ে উভয়পক্ষের মধ্যে মঙ্গলবার উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদৎ হোসেন। তিনি বলেন, খবর শুনে রাতারগুলে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে।
Leave a Reply