নিউজ ডেস্কঃ সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী লিডিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৪ সম্পন্ন হয়েছে।
লিডিং ইউনিভার্সিটির আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৪ এর প্রতিপাদ্য ‘সবুজ পর্যটন: সমৃদ্ধি ও পরিবেশগত সংরক্ষণের সমন্বয়’ বিষয়ে বিশ্বব্যাপী সমস্যা মোকাবেলা এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আলাচনা করেন প্রতিনিধিরা।
এলইউআইমুনার ছায়া মহাসচিব কুশল কান্তি দের এবং উপদেষ্টা আশফাক আহমদ শোভনের সার্বিক তত্ত্বাবধানে এবারের সন্মেলনে ১১টি কমিটিতে আর্ন্তজাতিক ও বাংলাদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ এবং স্কুলের ৫০০ এর অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
১১টি কমিটিগুলো হল: ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাষ্টিস, ডিসআর্মামেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কমিটি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস এনটিটি ফর জেন্ডার ইক্যুয়ালিটি অ্যান্ড দ্য এমপাওয়ারমেন্ট অব উইমেন, স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ এফেয়ার্স এবং ইউনাইটেড নেশনস নিউজ এজেন্সি।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড অ্যাসোসিয়েশন (এলইউমুনা) কর্তৃক আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন করে লিডিং ইউনিভার্সিটিরপ্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
চেয়ারম্যান বলেন, এ সম্মেলন জাতিসংঘ সম্মেলনের একটি অনুরুপ অনুশীলন যার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি বিষয় শিক্ষা লাভ করতে পারবে। এটা খুবই সম্মানের এবং বিভিন্ন দেশের তরুণদের একসাথে কাজ করার সুযোগ।
তিনি আরো বলেন, এ সম্মেলনে অংশগ্রহণের ফলে প্রতিযাগীদের মধ্যে যে নেতৃত্বের জ্ঞান অর্জিত হবে তার মাধ্যমে দেশ উপকৃত হবে।
এছাড়া অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই বলেন,এলইউমুনা তরুণ শিক্ষার্থীদর জন্য এরকম প্ল্যাটফর্ম তৈরী করে দিচ্ছে যেখান থেকে কিছু সমাধান একটি শান্তিপূর্ণ এবং সবার অংশগ্রহণমুলক একটি সমাজব্যবস্থায় সহায়তা করবে। তিনি এ ধরনের একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়াজন করার জন্য এলইউমুনা এবং অংশগ্রহণকারী প্রত্যেক ডেলিগেট্স এবং অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান এবং প্রতিযাগীরা তাদের সর্বোচ চেষ্টা দিয়ে নিজেদের দক্ষতার প্রমান দিবে এ আশাবাদ ব্যক্ত করেন।
রোববার (২২ ডিসেম্বর ২০২৪) নগরীর কোশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণকারী বিজয়ীদেরকে অভিবাদন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া বলেন, প্রতিনিধিত্বকারী কোন কমিটি বেস্ট এ্যায়ার্ড বা স্পেশাল এ্যায়ার্ড পেয়েছে তা গুরুত্বপূর্ণ নয়। অংশগ্রহণের ফলে এ থেকে অর্জিত কমিউনিকেশন স্কীলস এবং সমাজের প্রতি দায়বদ্ধতার যে অনুশীলন হয়েছে তা তরুণ শিক্ষার্থীকে মানবিক গুনাবলীর অধিকারী করতে সাহায্য করবে। এর মাধ্যমে তৈরী হবে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন কলাকৌশল যা সুন্দর এবং অর্থনৈতিকভাবে একটি সম্মৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরবে। তিনি তরুণ শিক্ষার্থীদের লিডারশিপ কোয়ালিটির বাস্তব চিত্র তুলে ধরে আন্তর্জাতিক সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটি রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম বলেন, লিডিং ইউনিভার্সিটির আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সন্মেলন শুধু একটা সম্মেলন নয়, এটা একটি ডেমোক্রেসির সিলেব্রেশন, এতে শিক্ষার্থীদের যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পাবে এবং দায়িত্বের সাথে টিম ওয়ার্ক করার শিক্ষা নেয়ার সুযোগ তৈরি হবে। তিনি এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করে গ্রীন ট্যুরিজম পরিবেশ দূষণের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ারিং মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, এলইউমুনা’র প্রতিষ্ঠাতা নাফিজ ইবনে সোহেল, এবারের সন্মেলনের কনসাল্টেন্ট দেওয়ান সনুবার রেজা চৌধুরী, এলইউমুনা’র সহ-প্রতিষ্ঠাতা জামিল এবং লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট কুশল কান্তি দে। প্লেনারি সেশনে পরিচালনা করেন এইচ এম তালহা।
সমাপনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (এলইউমুনা) এর উপদেষ্টা আসফাক আহমদ শোভন বলেন, এলইউমুনা গত ২০১৬ সাল থেকে অত্যন্ত সাফল্যের সাথে সম্মেলন সম্মন্ন করেছে এবং আন্তর্জাতিক সম্মেলন হিসেবে এবারের এ সম্মেলন আরও ব্যাপক পরিসরে হলো।
এ সম্মেলনে অংশগ্রহণ করে তাদের দক্ষতার প্রমাণ রাখার জন্য ডেলিগেটদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের কর্মজীবনে সফলতা বয়ে আনবে।
এবারের সন্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে মালনীছড়া চাবাগান ভ্যানুতে আয়োজনে সহায়তা করার জন্য তিনি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে তিনি অংশগ্রহণকারী দেশ ও দেশের বাইরের প্রত্যেক শিক্ষার্থী যাতে নিরাপদে নিজ গৃহে প্রত্যাবর্তন করতে পারেন তা কামনা করেন।
লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাইজার সঞ্চালনায় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (এলইউমুনা) এর আমন্ত্রিত দেশ এবং দেশের বাইরে থেকে আগত অতিথিবৃন্দ এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (এলইউমুনা) এর অ্যালামনাই, বিভিন্ন কমিটির প্রতিনিধিসহ স্পন্সর প্রতিষ্ঠান এবং মিডিয়া ব্যক্তিত্য উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান পরবর্তী এক গালা ডিনার পরিবেশন করা হয়।
এবারের সম্মেলনের পৃষ্ঠপোষকতায় ছিল নেকস্ট স্টেপস, ওয়েডিং ড্রামাটিক, রেইন বো, ড্রেকিন্দফসপ, অরকিট এসোশিয়েট, এডুকেশন কেয়ার, রয়েল পাম, বাংলা সংবাদ, আপস্কিল কনসালটেন্সি, ইউসে সিটি ওভারসিস, আর্থপিডিয়া গ্লোবাল, পিপলস রেডিও ৯১.৬ এফ এম এবং সময় টিভি।
সম্মেলনের সমাপণী অনুষ্ঠানে এলইউমুনার সদস্যসহ বিভিন্ন কমিটির প্রতিনিধিসহ স্পন্সর প্রতিষ্ঠান এবং মিডিয়া ব্যক্তিত্য উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠান পরবর্তী এক গালা ডিনার পরিবেশন করা হয়।
Leave a Reply