নিউজ ডেস্কঃ বরইকান্দি ও ২৮ নং ওয়ার্ড ফুটসাল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ১১ডিসেম্বর) বিকেল ৩ টায় বরইকান্দি ফুটসাল এরিনা মাঠে বরইকান্দি ও ২৮ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদ আহমদ, ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন, লন্ডন প্রবাসী মহসীন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মারুফ আহমদ, ফখরুল হাসান, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী রোটারিয়ান নিজাম আল দ্বীন এর সহযোগিতায় এবারের ফুটসাল টুর্ণামেন্টে ৩৬টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তারকা ব্যাডমিন্টন প্লেয়ার মারুফ আহমেদ, জাতীয় ব্যডমিন্টন কচ শিব্বির আহমেদ, সোহেল রানা,শাহীন, সোমিত, ২৮, ২৯, ৯০ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার কলি,এডভোকেট খালেদ জুবায়ের, আহমেদ সুয়েব, ফরহাদ হোসেন, জসিম উদ্দিন শিমুল, কামরুল, ইমন,সোহেব, হাবিবুর রহমান মুন্সী, লিপন,শাহজাদা, অদুদ, সোহেল, আহমদ, গোলজার, রাহেল, মিন্টু, সেলিম, রাবেল প্রমুখ। এর আগে গত শুক্রবার জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নিলামের মাধ্যমে ৩৬টি দলকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কিনে নেয়।
Leave a Reply