সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন

Notice :
Welcome To Our Website...
News Headline :
সিলেট জেলা ও মহানগর তরুন দলের কমিটি অনুমোদন শাহপরানে গরীব অসহায় রোগীদের ইনসান এইড’র বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত সিলেট স্টেশন ক্লাবের বার্ষিক নির্বাচনে মোসাহিদ আলী প্রেসিডেন্ট নির্বাচিত ১২’শ গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা!  হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে নস্যাত হতে দেয়া যাবে না : এডভোকেট এমরান আহমদ চৌধুরী নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে – হুমায়ুন কবির শাহীন অস্ত্রধারী সন্ত্রাসীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে : পুলিশ কমিশনার সিলেটে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৪ সম্পন্ন দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সঠিকভাবে ট্যাক্স ও ভ্যাট প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ       –   সৈয়দ জাকির হোসেন ২৭ ডিসেম্বর থেকে সিলেট শুরু হচ্ছে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’


ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৪ উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত 

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৪ উপলক্ষে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত 

 

নিউজ ডেস্কঃ কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুন্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে, সেখানে জাতীয় রাজস্ব তথা ভ্যাট এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এ সাফল্য ও সম্মানকে বহির্বিশ্বে সমীহে নিতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধি ব্যতীত সেটা সম্ভব নয়। দেশের অর্থনীতি শক্তিশালী ও সমৃদ্ধ করতে সর্বস্তরে কর সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। প্রতিবছর জাতীয় রাজস্ব বোর্ড রাষ্ট্রকে যে পরিমাণ রাজস্ব যোগান দেয় তার বেশিরভাগই ভ্যাট হতে আসে। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরতা কমিয়ে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ভ্যাট এর কোন বিকল্প নেই। তাই বিপ্লবোত্তর এই বাংলাদেশে প্রকৃত অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সম্মানিত করদাতাগণকে যথাযথ ভ্যাট প্রদান করতে হবে। আগস্ট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের অভ্যুদয়ের ফলে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের পরিবেশ বিরাজ করছে তারই আলোকে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর উপশহরস্থ হোটেল রোজ ভিউ এর হলরুমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর উদ্যোগে ১০ ডিসেম্বর “ভ্যাট দিবস” এবং ১০-১৫ ডিসেম্বর “ভ্যাট সপ্তাহ-২০২৪” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনার প্রথমেই জুলাই-আগস্ট বিপ্লবের শহীদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। “ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ভ্যাট দিবস পালিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী; বর্ডারগার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুর ইসলাম চৌধুরী (বিজিবিএম); দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়েজ হাসান ফেরদৌস। বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যে জাতীয় অর্থনীতিতে ভ্যাটের গুরুত্ব এবং প্রকৃত ভ্যাট আদায়ের জন্য সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোঃ তাসনিমুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় রাজস্ব যোগানের অন্যতম প্রধান উৎস হবে সেবাধর্মী ভ্যাট ব্যবস্থা। জনগণকে ভ্যাট প্রদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিদ্যমান ভ্যাট কাঠামোকে সহজে ব্যবহার উপযোগী করতে আমরা বদ্ধপরিকর । তিনি বাংলাদেশে ভ্যাট ব্যবস্থাপনায় অটোমেশনের উপর গুরুত্ব আরোপ করেন। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন, ভ্যাট রিটার্ন, করপরিশোধ (ব-ঢ়ধুসবহঃ), হিসাবসংরক্ষণসহ আধুনিক সুবিধা গ্রহণের জন্য তিনি স্টেকহোল্ডারদেরকে অনুরোধ করেন। তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট ভ্যাট আহরণের লক্ষ্যমাত্রা পূরণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এবারের ভ্যাট দিবসের মূল প্রতিপাদ্যকে ধারণ করে তিনি সকল পর্যায়ের করদাতাগণকে যথাযথ ভ্যাট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি স্থানীয় ক্যাবল অপারেটর ও বিল বোর্ডের মাধ্যমে ভ্যাট সপ্তাহের সচেতনতামূলক টিভিসি নিয়মিত সম্প্রচার করা হচ্ছে। এ ধরণের সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে সকল অংশীজনের সহযোগিতায় এ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর অতিরিক্ত কমিশনার-২ রেজভী আহম্মেদ ও কী-নোট পেপার উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার-১ খন্দকার নাজমুল হক। এছাড়াও আলোচনা সভায় সম্মানিত অংশীদারগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © sylhetbanglanews24.com
Design BY Web Home BD
sylhetbanglanews24