নিউজ ডেস্কঃ দীর্ঘদিন পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ইউকের সভাপতি জিয়াউর রহমান জিয়া দেশে ফিরেছেন। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরের সিলেট এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌছেলে বিএনপি, অংঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশের ক্লান্তিকালে প্রবাসীরা দেশের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন। যা কোনো ভাবে ভুলে যাওয়ার মত নয়। সদ্য ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস মুক্তি দেশ গড়তে প্রবাসে থেকে দেশের মানুষের পাশে দাড়িয়ে সাহস যোগিয়েছেন। তাদের অবদান চিরকাল দেশের মানুষ স্মরণ রাখবে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান মাহবুব, আব্দুর রউফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, দক্ষিন সুরমা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, মহানগর যুবদল নেতা রায়হান রাজা, মহানগর যুবদলের সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লায়েক আহমেদ, মহানগর যুবদল নেতা রবিউল, যুবদল নেতা ফারুক, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, মনির মিয়া, নিজাম, মোজাম্মেল, আনোয়ার, মাইদুল, সুনাজ, রিপন, শাহিন, সুয়েব সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply