নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাইয়ে ট্রিপল মার্ডার মামলার আসামি ফ্যাসিস্ট আ.লীগ নেতাদের নিয়ে মানববন্ধন করেছেন বিএনপি নেতা আতিকুর রহমান। রোববার (০৮ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমানের উদ্যোগে মানববন্ধনে ট্রিপল মার্ডার মামলার আসামি ও ৫ আগস্ট পরবর্তী বৈষম্যবিরোধী মামলার একাধিক আসামির উপস্থিত থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রিপল মার্ডার মামলার আসামি ও ৫ আগস্ট পরবর্তী মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সজ্জাত নূর, মামলার আরেক আসামি যুবলীগ নেতা আমজাদ হোসেন, আলকু ও আশিক। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীর মধ্যে আরো ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী রিফাত, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল বাশার ছাড়াও মানববন্ধনে বিএনপির এক কর্মী ছাড়া সকলেই ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী ও চিহ্নিত ক্যাডার ও হত্যা মামলার আসামি। এরমধ্যে ডাকাতি মামলায় স্বীকারোক্তি দেওয়া দেওয়ান নানুকেও উপস্থিত থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান একরার হোসেন বাদি হয়ে দিরাই উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র, উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে ট্রিপল মার্ডার মামলা দায়ের করা হয়। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের পর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলে নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। মামলার আসামি সেইসব আওয়ামী লীগ নেতাদের রক্ষাকবচ হয়ে দাঁড়ান বিএনপি নেতা আতিকুর রহমান আতিক। তিনি তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ট্রিপল মার্ডার মামলাটি আপোষে নিস্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ জন্য বাদি ইউনিয়ন চেয়ারম্যানকে চাপে রাখতে এলাকায় হত্যা মামলার আসামি ফ্যাস্টিস্ট আওয়ামী লীগ নেতাদের নিয়ে মানববন্ধনের আয়োজন করেন। অথচ বিএনপি নেতার এই মানববন্ধনে নিজ ঘরানার দু’একজন আত্মীয় স্বজন ছাড়া নেতাকর্মীদের কেউ উপস্থিত থাকতে দেখা যায়নি।
মানববন্ধন থেকে তারা দাবি করেন, চেয়ারম্যান একরার হোসেন অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তাকে অপসারণের দাবিত তোলে বক্তব্য দেন ট্রিপল মার্ডার মামলার আসামি আওয়ামী লীগ নেতারা।
স্থানীয়রা বলেন, হত্যা মামলার আসামিরা বাদি ইউপি চেয়ারম্যানকে চাপে রাখতে এই মানববন্ধন করেছে। তারা চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়টি তুল ধরেছে। অথচ চেয়ারম্যান শনিবারও ইউনিয়ন অফিসের কার্যক্রম চালিয়েছেন।
এ বিষয়ে ভোক্তভোগী কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন বলেন, ট্রিপল মার্ডার মামলার আসামিরা বিএনপি নেতা আতিকুর রহমানের মাধ্যমে আমাকে মামলা আপোষ করার চাপ দিয়ে আসছে। তারা মোটা অংকের টাকাও শোনায়। কিন্তু আমার তিনজন স্বজনকে হত্যা করেছে। তাদের রক্তের সঙ্গেতো বেঈমানি করতে পারি না। অথচ বিএনপি নেতা তার দলের আদর্শের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা ও হত্যা মামলার আসামিদের রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ইস্যুতে মানববন্ধন আয়োজন করেছেন। এরআগে একই ইস্যুতে এলাকায় বিশৃঙ্খলা সুষ্টি করিয়েছেন এই বিএনপি নেতা। তিনি ব্যক্তিগত সুবিধার জন্য দলের ইমেজ বিক্রি করছেন।
Leave a Reply