নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংক, সিলেট এর নির্বাহী পরিচালক ও ব্যাংকার্স ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান বলেন, আমাদের আগামী প্রজন্ম-কে একাডেমিক শিক্ষায় ভালো ফলাফলে পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর এ কাজে বাবার পাশাপাশি সবচেয়ে বড় দায়িত্ব পালন করেন মায়েরা। বেশিরভাগ মেধাবী শিক্ষার্থীদের খোঁজ নিলে জানা যায় তাদের অর্জনের পেছনে মূখ্য ভূমিকা ছিল মায়েদের।
তিনি বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ব্যাংকার্স ক্লাব, সিলেট এর উদ্যোগে আয়োজিত শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আক্তার ও সহ-সাহিত্য সম্পাদক সুমন্ত গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আমিনুল ইসলাম ও মোঃ আবুল হাসেম।
সিলেট অঞ্চলের বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ ও বৃত্তি-প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী তামান হাছিব, শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃত্তি প্রদান উপকমিটির সদস্য সচিব মোঃ মামুনুর রহমান, সাহিত্য সম্পাদক আরকেএম মোস্তাক চৌধুরী, মূখ্য সমন্বয়ক মোঃ আব্দুল হাদী ও সিনিয়র ব্যাংকার ইসলামী ব্যাংক পিএলসি এর এসভিপি মোঃ নুরুজ্জামন, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক শরীফ মোঃ তাহওয়ার হোসাইন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ধরনী কান্ত দাশ প্রমূখ। বক্তাগণ আগামী প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংকার্স ক্লাবের এধরণের আয়োজনের প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জনান।
অনুষ্ঠানে ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি সমমান এবং ২০২৪ সালের এসএসসিতে কৃতিত্ত্বের সহিত উন্নিত ২৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও প্রাইজ মানি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্য হতে চমৎকার ও উৎসাহব্যঞ্জক অনুভূতি প্রকাশ করে ব্যাংকার্স ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন মাইশা নুসরাত তাহা, রাহুল আচার্য্য রাজন ও নাফিসা ইসলাম।
Leave a Reply