নিউজ ডেস্কঃ ‘বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগানে সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার উর্মি রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দক্ষিন সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলীম উদ্দিন খান, মোগলা বাজার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী তোবারক হোসেনে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিন সুরমা প্রেসক্লাবের সহসভাপতি জাহাঙ্গীর আলম মুফিক, প্রশিক্ষনার্থী সমবায়ী শাহীন রানা, ইসলাম উদ্দিন, সাইফ উদ্দিন আল ফারুক, নছির আলী, রোজিনা আক্তার, লায়লা খানম, সাদ্দাম হোসেন, হেলাল মিয়া, মাছুম মিয়া। এসময় সমবায়ীবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রশিক্ষিত সমবায়ীদের প্রশিক্ষণের অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর ও স্থানীয় উদ্যোক্তাদের সার্বিক সহযোগীতা করার আহবান জানান।
Leave a Reply