নিউজ ডেস্কঃ সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডে ফ্রেন্ডস সোসাইটির ৯ম নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১লা নভেম্বর শুক্রবার রাত ৮টার সময় গোটাটিকর হাই স্কুল সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের সাবেক বার বার নির্বাচিত কাউন্সিলর ও রাজনীতিবিদ রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, খেলাধুলা শারিরীক সুস্থতা ও মানসিক প্রশান্তি দেয় পাশাপাশি সামাজিক বন্ধনকে শক্তিসালী করে তুলে। গ্রামবাংলার প্রধান খেলা ফুটবল, আর এই ফুটবল খেলার হারানো ঐতিহ্য আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। সময়ের পরিবর্তনে আমাদের খেলার মাঠগুলোও কমে গেছে। সরকারিভাবে প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠের ব্যবস্থা করা প্রয়োজন। ফুটবলসহ সকল প্রকার খেলাধুলার সহযোগিতায় আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
বিশিষ্ট সমাজসেবক ও তরুণ ব্যবসায়ী বাবর আহমদ এর সভাপতিত্বে ও ফ্রেন্ডস সোসাইটির সদস্য লিমন আহমদ এর পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোটাটিকর এলাকার বিশিষ্ট্য মুরব্বি রফিক মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আমিনুল ইসলাম খান বাচ্চু, বিএনপি নেতা আলাউদ্দিন চৌধুরী, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আব্দুল হাছিব, সমাজসেবী লায়েক আহমদ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি সুমন আহমদ, ২২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিব আহমদ, জেলা যুবদল নেতা তুহিন আহমদ, সিলেট জেলা ট্রাক পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট ড্রিংকিং ওয়াটারের স্বত্ত্বাধীকারী শাহরিয়ার আহমেদ রাসেল, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়াব্যক্তি ও যুক্তরাজ্য প্রবাসী সায়েল জিম্মাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস সোসাইটির সদস্য ফখরুল ইসলাম, জাকারিয়া আলম জুয়েল, মখন আহমদ, নোমান আহমদ, আব্দুল হান্নান রনি, আফজল খান, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিজামুল ইসলাম সুমন, আবেদ আহমদ, সুজিত, আরিজ আহমদ, ইমরান আহমদ, নাবিদ নাবিল, নাছিম, নাদিম, আদিল আহমদ, সাব্বির আহমদ, সালমান আহমদ, আলামিন আহমদ, তারেক আহমদ, সহ প্রমুখ।
উক্ত অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ফ্রেন্ডস সোসাইটির সদস্য ওবায়দুর রহমান (মাহিন) স্বাগতম বক্তব্য রাখেন ফ্রেন্ডস সোসাইটির সদস্য মারজান আহমদ।
Leave a Reply