নিউজ ডেস্কঃ সমৃদ্ধ দেশ ও স্বনির্ভর অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের উদ্যোগে সিলেট অঞ্চলের ‘নারী উদ্যোক্তা ও কৃষি ঋণ’র উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শাহজালাল ইসলামী ব্যাংক সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শাখায় অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের এসএমই ও এগ্রি ডিভিশনের প্রধান আব্দুর রহিম। কর্মশালায় সিলেট অঞ্চলের জোনাল হেড ও ইভিপি মো: তোফায়েল ইয়াকুবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দরগাগেইট শাখার ব্যবস্থাপক এসভিপি ও ব্যবস্থাপক মো: খুরশীদ আলম।
কর্মশালার সেশন পরিচালনা করেন এম সাইফুল ইসলাম, আব্দুর রহীম ও সুলতান আহমেদ খান। কর্মশালা শেষে উদ্যোক্তাগণের সাথে ব্যাংক কর্মকর্তাদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনাটি সঞ্চালনা করেন সিলেট অঞ্চলের জোনাল হেড ও ইভিপি মো: তোফায়েল ইয়াকুব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো: মদব্বির আহমদ, সুবিদবাজার শাখার ব্যবস্থাপক এভিপি এ কে রেজা আহমেদ চৌধুরী, বিয়ানিবাজার শাখার ব্যবস্থাপক এভিপি মাহবুব আহমেদ চৌধুরী, গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক এফএভিপি সিরাজউদ্দিন তাপাদার, হবিগঞ্জ শাখার জেএভিপি কায়েস উদ্দিন চৌধুরী সহ সাতটি শাখার কর্মকর্তাবৃন্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট শাখার বিনিয়োগ কর্মকর্তা মঞ্জুর আহমদ। তিনটি সেশনের মাধ্যমে অনুষ্ঠিত কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো নারী উদ্যোক্তাদের চালেঞ্জ ও প্রতিকারে করণীয়, উদ্যোক্তাদের আর্থিক পরিকল্পনা ও বিনিয়োগ পরিকল্পনা, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ইত্যাদি। কর্মশালা অনুষ্ঠানে সিলেটের প্রায় ৭০ জন নারী উদ্যোক্তা এবং কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply