নিউজ ডেস্কঃ কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হেনস্থা ও জোরপূর্বক পদত্যাগ এবং সহকারি শিক্ষক, শিক্ষার্থীদের লাঞ্চিতকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এলাকাবাসীসহ ৩৩ স্বাক্ষরিত এক পত্রে এই স্মারকলিপি দেওয়া হয়। যার ডকেট নং- ১৯।
স্মারকলিপিতে বলা হয়, সুরমা উচ্চ বিদ্যালয় একটি স্বনামন্য শিক্ষা প্রতিষ্ঠান। এ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় হাজারো শিক্ষার্থী অধ্যয়ন করে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতনের পর আশরাফ সিদ্দিকী সোহেল, জসিম উদ্দিন, শরীফুল ইসলাম, সালিম আহমদ, আল আমিন, সাইফুল আমিন, মন্টু মিয়া ও মামুনুর রশীদের নেতৃতে বহিরাগত দুস্কৃতিকারী ও বখাটে সন্ত্রাসীরা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নানাভাবে হয়রানী শুরু করে যাচ্ছে। উপরোল্লেখিত ব্যক্তিরা গত ৩০ সেপ্টেম্বর অত্র বিদ্যালয়ে একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায়, যা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত করেছে। কিছু বহিরাগত সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীরা বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের হুমকি দিয়ে পদত্যাগ করতে বাধ্য করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার সাথে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে। যার প্রমাণ হিসেবে ভিডিও ও ছবি আকারে ধারণ করা হয়েছে। এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করেছে এবং বিদ্যালয়ের শিক্ষকরা নিরাপত্তার অভাবে বিদ্যালয়ে উপস্থিত হতে পারছেন না।
স্মারকলিপিতে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ পুনরুদ্ধার এবং এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান এলাকাবাসী।
Leave a Reply