নিউজ ডেস্কঃ সিলেট নগরীর মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার অধীনস্থ ২৭নং ওয়ার্ডের আলমপুর এলাকায় পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ রযেছে। বিগত ৫ই আগষ্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর থেকে আলমপুর পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ রযেছে। ফাঁড়ি কার্যক্রক্রম না থাকায় প্রতিদিন ২৭, ৪০, ৪১ ও ৪২নং ওযার্ডের কোনো না কোনো এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে৷ গত শুক্রবার সকাল ৯টার সময় নোহা লাইটেসযোগে ডাকাতদল ২৭নং ওয়ার্ডের আলমপুর গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে আব্দুর নূর এর মুদির দোকানে নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। ২৭নং ওয়ার্ডের পৈত্যপাড়ার ব্যবসায়ী পিযুস পাল এর বাসায় শারদীয় দূর্গাপূজায় নবমীর রাতে ঘরের তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকাপয়সা নিয়ে যায় ডাকাতদল৷ এ ঘটনাগুলোতে মোগলাবাজার থানায় জিডি করা হয়েছে। এই ঘটনাগুলোর সপ্তাহ খানিক আগে পালপুর এলাকায় দিনদুপুরে গরু, ছাগলসহ গবাদি পশু চুরি হয়েছে বলে এলাকাবাসী দাবি করেছেন। তাছাড়া পালপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মঈন উদ্দিন আহমদ সোলেমান এর বাড়িতে ডাকাতদল হানা দেয়৷ এঘটনাগুলোর কারনে পালপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এলাকায় রাত জেগে পাহারা বসানো হয়েছে। এছাড়া নিয়মিত কদমতলী থেকে জকিগঞ্জ রোডে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে। এ সকল ঘটনায় অত্র এলাকায় রাত হলে ভয় আর আতংক নেমে আসে।
এ বিষয়ে সিলেট এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ ফয়সল আলম বলেন, ৫ই আগষ্টের পর থেকে আলমপুর পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ রযেছে। ফাঁড়ির ভবন জরাজীর্ণ ও ভঙ্গুর অবস্থায় রয়েছে। অত্র আমাদের পুলিশের টহল টিম নিয়মিত কাজ করছে।
আলমপুর পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম (পিপিএম সেবা) বলেন, আমাদের পুলিশের মধ্যে বদলিজনিত কারনে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আইনশৃঙ্খলার দ্রুত উন্নতির জন্য পুলিশের টহলসহ নিয়মিত কাজ করে যাচ্ছে। আমি আলমপুর পুলিশ ফাঁড়ির বিষয়ে খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।
Leave a Reply