নিউজ ডেস্কঃ জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালামের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার ও সদস্য সচিব পদ পূনর্বহাল করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি বিনষ্টের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছসেবক দল জকিগঞ্জ পৌর শাখার সদস্য সচিব পদ থেকে তাকে গত ১৭ আগষ্ট অব্যাহতি প্রদান ও একই সাথে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হয়েছিল। একই সাথে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না এই মর্মে আগামী ৭দিনের মধ্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব এর নিকট স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগের সুস্পষ্ট জবাব দেওয়ার জন্য অনুরোধসহ নির্দেশ প্রদান করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে সৃষ্ট ঘটনার জন্য ক্ষমা প্রদর্শন করে ঘটনার ব্যাখ্যা দিয়ে লিখিত জবাব প্রদান করায় এবং ঘটনা নিস্পতি হয়েছে মর্মে জকিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্তৃক লিখিত প্রত্যয়নপত্র প্রদান করায় ও অতীতে দলের কর্মকান্ডে নিবেদিত থাকার বিষয়টি বিবেচনা করে তার আবেদনের প্রেক্ষিতে সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করে সদস্য সচিব পদে পূনর্বহাল করা হলো। আশা করি ভবিষ্যতে দলের শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কর্মকান্ডে লিপ্ত হবেন না।
Leave a Reply