নিউজ ডেস্কঃ বিয়ানীবাজার আল-জামি’আতুল মাদানীয়া দারুল উলূম মাদ্রাসায় ৩৩ শতক ভূমি দান করেছেন হাজী মোস্তাফা উদ্দীন।
সিলেট বিয়ানীবাজার আল-জামি’আতুল মাদানীয়া দারুল উলূম সিদ্দিক্বীয়া মাদ্রাসা ও এতিমখানা জলঢুপ, বড়গ্রামের বার্র্ষিক ওয়াজ মাহফিল গত শুক্রবার পৌর মেয়র ফারকূল হক্ব ও হাজী মউর উদ্দীনের যৌথ সভাপতিত্বে মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আল আমিন মিয়াজী ঢাকা, প্রধান বক্তার বক্তব্য রাখেন, মাওলানা মোস্তফা কামাল কালিগঞ্জী। বয়ান রাখেন, হাফিজ মাওলানা উবায়দুল্লাহ ছোটদেশী, মাওলানা আসাদুজ্জামান সুপাতলী প্রমুখ।
অত্র মাদ্রাসার মুহতামিম শায়েখ ক্বারী মুফতী আব্দুল কারীম হাক্কানী তার বক্তব্যে বলেন, আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাজী মোস্তফা উদ্দীন ৩৩ শতক ভূমি অত্র মাদ্রাসা দান করিয়াছেন। তিনি এই ভূমি ওয়াক্ফ করে দিবেন।
Leave a Reply