নিউজ ডেস্কঃ সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। যত জানার চেষ্টা করা হবে ততই নিজেকে সমৃদ্ধ করা যায়। বিশেষ করে নবীন কর আইনজীবীদের প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী শিক্ষা অর্জন অতিব জরুরি। তিনি সমিতির সদস্যদের দক্ষতা অর্জনের লক্ষ্যে এ ধরণের প্রশিক্ষণের আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে আয়োজিত “ব্যক্তি শ্রেণি করদাতাদের রিটার্ন ফরম” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন আমিন হোসেন এন্ড কোম্পানীর ম্যানেজিং পার্টনার ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ তফাজ্জুল হোসেন এফসিএ। কর্মশালায় নবীন-প্রবীন কর আইনজীবীগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply