নিউজ ডেস্কঃ গরীবের ডাক্তার খ্যাত করোনা যুদ্ধে ডাক্তারদের মাধ্য প্রথম শহীদ কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডা.মঈন উদ্দিন এর বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৬শে এপ্রিল শুকবার শহীদ অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিন স্মৃতি ট্রাস্ট এর সৌজন্যে অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও ঔষধপত্র প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের ডাক্তার মঈন উদ্দিন এর সহপাঠী বন্ধু ও সহকর্মী বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ডাক্তার মঈন উদ্দিন এর সহধর্মিণী ডাক্তার রিফাত জাহান চৌধুরী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য সচিব মো.খসরুজ্জামান।
চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার শহিদুল আলম আখন্দ,সহযোগী অধ্যাপক স্পাইন সার্জন, ডাক্তার নুরুল হুদা নাঈম, সহযোগী অধ্যাপক নাক কান গলা বিভাগ, ডাক্তার রেজাউল মোনাইম, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুলেখা – মেডিসিন বিশেষজ্ঞ, ডাক্তার তানভীর মোহিত, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নাহিদা জাফরিন, মেডিসিন বিশেষজ্ঞ, ডাক্তার মিনাকসি চৌধুরী, শিশু রোগ বিশেষজ্ঞ, ডাক্তার খালেদ মাহমুদ, সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার জহির আহমেদ সার্জারী বিশেষজ্ঞ,ডাক্তার আহমদ নাসিম হাসান লাভলু, সার্জারী বিশেষজ্ঞ, ডাক্তার আসাদুজ্জামান, মেডিসিন বিশেষজ্ঞ, ডাক্তার সামছুল ইসলাম, ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ।বিশেষজ্ঞ ডাক্তারদের সহযোগিতা করেন ওসমানী মেডিকেল কলেজের সেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর একঝাঁক তরুণ উদীয়মান ডাক্তার। উপস্থিত ছিলেন ট্রাস্টের নির্বাহী সদস্য ফজল মিয়া, মো: কামরুল ইসলাম, এহশামুল হক মাসুম, ট্রাস্টের উপদেষ্টা সালেহ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিন এর সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ডাক্তার নজরুল ইসলাম, প্রধান শিক্ষক এডভোকেট বশির উদ্দিন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক দুলন তরফদার, এডভোকেট মাসুক আহমদ, মো.আব্বাস আলী, ম. খালিক মিয়া, জিয়াউল হক, সরাফত আলী, ছোরাব আলী, আমিনুর রহমান আরি, মজনু মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন এলাকায় মুরব্বিয়ান জনপ্রতিনিধি ও ডাক্তার মঈন উদ্দিন স্মৃতি সংসদের সদস্য, উপদেষ্টাবৃন্দ ও ডাক্তার মঈন উদ্দিন এর পরিবারের সকল সদস্যবৃন্দ ও সুহৃদ স্বজনরা।
এই মহতী উদ্যোগের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাক্তার মঈন উদ্দিন স্মৃতি ট্রাস্টের সদস্যসচিব ও সিলেট সরকারি পিটিআই এর সিনিয়র ইন্সট্রাক্টর এবং অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিন ভাই এর ভগ্নিপতি জনাব মো.খসরুজ্জামান সাহেব।
জুম্মা নামাজের পরে ডাক্তার মঈন উদ্দিন এর সুহৃদ স্বজনরা শহীদ ডাক্তার মঈন উদ্দিন এর কবর জিয়ারত করেন ও উনার জন্য দোয়া করেন ও মহতী এই সেবাকর্মের সাথে সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ চিকিৎসা ক্যাম্পে এলাকার গরীব অসহায় প্রায় হাজার খানেক রোগীকে চিকিৎসা প্রদান করেন প্রায় অর্ধ শতাধিক বিশেষজ্ঞ ডাক্তার।
Leave a Reply