নিউজ ডেস্কঃ প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে ব্যক্তিগত পরিবারের উদ্যোগে ৮নং ওয়ার্ডবাসীর জন্য প্রায় দের হাজার শাড়ী-লুঙ্গী মানুষকে ঈদ উপহার বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছুর রহমান ইলিয়াস। আজ রবিবার (৩১ শে মার্চ) দুপুরে পাঠানটুলা কুচারপাড়ারস্থ নিজ বাসায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. ইলিয়াছুর রহমান ইলিয়াস এর সভাপতিত্বে
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও সদর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ বলেন,ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য; আপন জনের সঙ্গে ঈদ উদযাপনে জন্য মুখিয়ে আছে সবাই। তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আসুন আমরা সবাই ইলিয়াসের মতো ঈদের আনন্দকে কাছের মানুষ এবং সমাজের দরিদ্র ও দুস্থ মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য সে ঈদ উপহার বিতরণ করছে পাশাপাশি সবার প্রতি আহ্বান । তিনি বলেন, ‘ঈদ মানেই আনন্দ। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সব গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর। তিনি ‘আরোও বলেন,এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর এসেছে। ঈদ-উল-ফিতর আমাদের মধ্যে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি।’
এসময়ে উপস্থিত ছিলেন- মোহনা সমাজ কল্যাণ সংস্থা সভাপতি মাছুম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শাহেদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম নুর, নুরুল ইসলাম সাহেদ (সাদু), গাজী সাজুসহ বিভিন্ন এলাকার মুরব্বীগণ উপস্থিত ছিলেন প্রমুখ।
Leave a Reply