সিলেট বাংলানিউজ২৪ডেস্কঃ সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন এবং সিলেট সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টায় ধোপাদিঘিরপাড়স্থ ওয়াকওয়েতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বর্ণমালা সিটি একাডেমীর ছাত্রছাত্র দের অংশগ্রহণে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার শকুন্তলা কারলা।
এসময় সিলেট তথা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক ভারত সরকারকে ধন্যবাদ জানান।
অন্যান্যদের মধ্যে ক্যাম্পেইনে উপস্থিত সেকেন্ড সেক্রেটারি সি কানন, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, শিক্ষা বিষয়ক পরামর্শক অনিল কৃষ্ণ মজুমদার, শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, বর্ণমালা সিটি একাডেমীর সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার দাশ তালুকদার বর্ণমালা সিটি একাডেমীর ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply