সিলেট বাংলানিউজ২৪.কমঃ লন্ডনে “সোনা পাখি গো, ময়না পাখিগো” শীর্ষক গান গেয়ে ভাইরাল হওয়া জনপ্রিয় সংগীতশিল্পী ও লন্ডন প্রবাসী সিলেটের কৃতিসন্তান ওয়াহিদ ৩ বছর পর তিনি দেশে ফিরেছেন।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় একটি ফ্লাইটে লন্ডন থেকে ওসমানী বিমানবন্দরে এসে পৌছান। “সোনা পাখি গো, ময়না পাখি গো” গান গেয়ে দর্শকের মন জয় করেন ওয়াহিদ। এই গানের গীতিকার ছিলেন মাহতাব শাহ ফকির। যা বিশ্বজুড়ে সিলেটী ভাষাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। ওয়াহিদের এবারের দেশে আসার লক্ষ্য “সোনা পাখি-২” গান গেয়ে সিলেটবাসীকে উৎসর্গ করে দিতে। বিমানবন্দরে এসে পৌঁছালে তাঁকে সোনারগাঁও ভিশন মিডিয়ার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও ভিশনের কর্ণধার ও মিউজিক ভিডিও পরিচালক সোহেল আহমেদ, মডেল আব্দুল মতিন লাল, মডেল জয়ন্ত কুমার দাস, আবু বক্কর, রিয়াজ আহমেদ, মাহবুব আহমেদ তপু প্রমুখ।
উল্লেখ্য, জনপ্রিয় সংগীতশিল্পী ও ইংল্যান্ড প্রবাসী ওয়াহিদের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।
Leave a Reply