সিলেট বাংলানিউজ২৪.কমঃ আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় বানভাসিদের মাঝে শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ এর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে (২৯ জুন) বুধবার দিনব্যাপী ডোমরা, তাজপুর, মুক্তারপুর, মান্নানপুর গ্রাম ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজ এবং আজমিরীগঞ্জে ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সর্বশেষে শাল্লা সরকারি ডিগ্রি কলেজে প্রায় অর্ধ শতাধিক শিশু, কিশোর ও বয়স্ক রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সুনির্মল রায়, সহযোগী অধ্যাপক ডাঃ কান্তি প্রিয় দাস, সহকারী অধ্যাপক ডাঃ সুপার্থ ভট্টাচার্য ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ আব্দুস শাহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ এর দ্বিতীয়, তৃতীয় চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply