সিলেট বাংলানিউজ২৪.কমঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। জাতির পিতার আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়েছে, কিন্তু
বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তাদের মুখোশও জনগণের সম্মুখে উন্মোচন করতে হবে। পাশাপাশি তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীঘায়ু কামনা করেন।
তিনি ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট জেলা কৃষক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো
বলেন।
সিলেট জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, সাংস্কৃতিক সম্পাদক জয়নুল ইসলাম ও প্রচার সম্পাদক আবুল হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির আহমদ, সাবেক উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।
এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা কৃষক লীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ।
বক্তব্য রাখেন, কান্দিগাও ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী মোজাহিদ আলী, জেলা কৃষক লীগের মৎস্য বিষয়ক সম্পাদক শামীম কবির, সমবায় বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, সিলেট সদর উপজেলা কৃষক লীগের সদস্য মো. কচির আহমদ
(মেম্বার), সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সিরাজ আহমেদ, সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, কানাইঘাট পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হারিছ, জকিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদ, বালাগঞ্জ উপজেলা কৃষক
লীগের সভাপতি জিল্লুর রহমান, ওসমানী নগর উপজেলা কৃষক লীগের সভাপতি মোস্তাক আহমেদ, বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের সভাপতি সুরাব আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সিরাজ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ, সাবেক
ছাত্রলীগ নেতা শামীম ইকবাল প্রমুখ।
Leave a Reply