নিউজ ডেস্কঃ সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা আখতার আহমদ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
তিনি এক শোকবার্তায় বলেন, আখতার আহমদ ছিলেন সংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি দলের আদর্শ ও নীতিকে সামনে রেখে কাজ করেছেন এবং সকলের ভালোবাসা অর্জন করেছিলেন। আমরা একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী নেতাকে হারালাম। আমি মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
Leave a Reply